জুমার নামাজের দৃশ্য দেখে মুসলিম হলেন মাইকেল জ্যাকসনের আইনজীবী মার্ক

জুমার নামাজের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন বিখ্যাত সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসনের (মৃত) আইনজীবী ও মার্কিন ধনকুবের মার্ক সাফার। ঘটনাটি ঘটে ২০০৯ সালে, তার সৌদি আরব ভ্রমণকালে। কিন্তু তা প্রকাশ পায় ২০১৯ সালের শেষ দিকে। সৌদি গেজেটকে মার্ক সাফারের ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন তার ভ্রমণ গাইড সৌদি নাগরিক বিন নাসির।

বিন নাসির বলেন, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা মার্ক সাফার রিয়াদে পৌঁছেই ইসলাম ধর্ম ও তার ইবাদত পদ্ধতি সম্পর্কে জানতে চান। রিয়াদে দুই দিন অবস্থানের পর নাজরান যান মার্ক সাফার। আবা ও আল-উলা পরিদর্শনকালে তার সাথে আমরা তিন আরব যুবক ছিলাম। আমরা মরুভূমিতে নামাজ পড়তাম। তিনি খুব কাছ থেকেই দেখতেন সেই দৃশ্য।

বিন নাসির আরো বলেন, তিনি আবা ও উলা থেকে আল-জাউফ গেলে ইসলাম বিষয়ে আমরা তাকে কয়েকটি বই দেই। বইগুলো তিনি খুব মনোযোগের সাথে পড়েন। পরে নামাজ আদায়ের নিয়ম-কানুন শিখতে চাইলে জাউফে আমি তাকে ওজুর পদ্ধতি ও নামাজের নিয়ম শিখিয়ে দিই। এরপর তিনি আমার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করেন এবং অন্তরে প্রশান্তি অনুভব করছেন বলে জানান।

তিনি বলেন, পরে মার্ক সাফার জেদ্দায় গিয়ে আমাদের সাথে শুক্রবারে জুমার নামাজের প্রস্তুতি নেন। আমরা তাকে মসজিদে স্বাগত জানাই। মুসলমানদের জুমার নামাজ আদায়ের দৃশ্য ও পারস্পরিক সৌহার্দ বিনিময় দেখে ইসলামের প্রতি তিনি আরও আকৃষ্ট হন। হোটেলে ফিরেই তিনি ইসলাম গ্রহণে নিজের আগ্রহের কথা ব্যক্ত করেন।

বিন নাসির বলেন, আমরা সাফারকে গোসল করে পবিত্র হতে বলি। অতপর তাকে কালেমায়ে শাহাদাৎ পাঠ করাই। ইসলাম গ্রহণের পর সাফার দুই রাকাত নামাজ আদায় করেন।

তিনি আরো বলেন, বাইতুল্লাহ জিয়ারতের আগ্রহ প্রকাশ করলে সাফারকে ইসলাম গ্রহণের সার্টিফিকেট নেয়ার পরামর্শ দেই। জেদ্দা দাওয়াহ (ইসলাম প্রচার) সেন্টারে গিয়ে আনুষ্ঠানিকতা সেরে তিনি পবিত্র বাইতুল্লাহ জিয়ারত করেন।

ইসলাম গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করতে বললে সাফার বলেন, ‘আমি এতটাই আনন্দিত, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বিশেষ করে পবিত্র মক্কা ও কাবা শরিফ জিয়ারতের অনুভূতি অনির্বচনীয় বলে মনে হয়। পবিত্র হজ পালনে মক্কা নগরীতে আবারো ফিরে আসব।

২০০৯ সালের ১৮ অক্টোবর সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার সময় জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশন ফরমে নিজেকে মুসলিম হিসেবেই উল্লেখ করেন সাফার। সূত্র: ইসলাম গ্রেট রিলেজন

এ জাতীয় আরো সংবাদ

জুমার খুতবার সময় সুন্নাত নামাজ পড়ার বিধান

নূর নিউজ

রমজানের শিক্ষা পুরো বছর কাজে লাগানোর উপায়

নূর নিউজ

১৫ বছর পর প্রথম ইসরাইল সফরে এরদোগানের পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ