টায়ার ফেটে যাওয়ায় বিমানের জরুরি অবতরণ

কলকাতা থেকে ঢাকাগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ঢাকায় অবতরণের সময় একটি চাকার টায়ার ফেটে যায়। আজ সোমবার সকালে বিমানের বিজি-৩৯২ ফ্লাইটে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।

তিনি জানান, আজ ৯টা ১৯ মিনিটে কলকাতা থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ঢাকা-কলকাতা রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৯২ ফ্লাইটটি ঢাকায় ফিরছিল। উড়োজাহাজটির পেছনের ডান পাশের টায়ার ফেটে গেলে এটি জরুরি অবতরণ করে।

মোহাম্মদ কামরুল ইসলাম জানান, টায়ার ফেটে গেলেও পেছনের অন্যান্য চাকা ঠিক থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ১০টা ৩ মিনিটে ৭২ জন যাত্রী নিয়ে নিরাপদে বিমানটি অবতরণ করে।

এ জাতীয় আরো সংবাদ

মেশিনগান পাহারা হাস্যকর নাটক : ফখরুল

আনসারুল হক

সামাজিক অবক্ষয় থেকে বাঁচতে ইসলামী অনুশাসন মেনে চলতে হবে: অধ্যক্ষ মোহাম্মদ ইসহাক

আলাউদ্দিন

ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি

নূর নিউজ