ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল: পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইলি ভাস্করের কাছ থেকে ড. ইউনূসের পুরস্কার গ্রহণ করা গাজায় গণহত্যা সমর্থনের শামিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘ইউনূস সেন্টার থেকে বরাবরের মতো মিথ্যাচার করা হয়েছে। তবে গাজায় নারী-শিশুদের হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের পরও কোনো প্রতিবাদ জানাননি ইউনূস।’

সম্প্রতি সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, দুই বাংলাদেশি ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ গুলি করে। বাংলাদেশের পক্ষ থেকে আগে থেকেই সীমান্তে হত্যা বন্ধে অনুরোধ করা হয়েছে। বিজিবি প্রতিবাদ জানিয়েছে, পতাকা বৈঠকও করেছে। তবে এখনো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রতিবাদ করা হয়নি।’

সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহর বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘জাহাজ ও নাবিকদের উদ্ধারে নানামুখী তৎপরতা চালাচ্ছে সরকার। নাবিকদের খাদ্যের সংকট অতীতেও হয়নি। এখনো হবে না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যোগাযোগের মধ্যে আছি। নাবিকদের রিলিজ করার জন্য আমরা নানামুখী তৎপরতা চালাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে— নাবিকদের আনহার্ট (কোনো ক্ষতি যেন না হয়) অবস্থায় উদ্ধার করা এবং একই সঙ্গে জাহাজটা উদ্ধার করা। শুধু এটুকু বলতে চাই— আমরা অনেক দূর এগিয়েছি।

এ জাতীয় আরো সংবাদ

‘তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানি আপাতত নয়’

নূর নিউজ

মেট্রোরেল সব স্টেশনে থামবে না

নূর নিউজ

শায়খ আহমাদুল্লাহ এর অস্ত্রোপচার

নূর নিউজ