‘ডার্টি বোমার’ দোহাই দিয়ে যুদ্ধ না বাড়ানোর আহ্বান

রাশিয়া গত কয়েকদিন ধরে দাবি করছে নিজ দেশেই ডার্টি বোমা বিস্ফোরণের পরিকল্পনা করছে ইউক্রেন। সামরিক জোট ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়ার এ দাবি মিথ্যা। তিনি রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন, ডার্টি বোমার দোহাই দিয়ে যেন যুদ্ধ না বাড়ায় তারা।

এ ব্যাপারে ন্যাটো সেক্রেটারি জেনারেল বলেছেন, রাশিয়া মিথ্যাভাবে দাবি করছে ইউক্রেন নিজ দেশে রেডিওঅ্যাকটিভ ডার্টি বোমা ব্যবহার করার পরিকল্পনা করছে। ন্যাটো মিত্ররা এই স্বচ্ছ মিথ্যা প্রত্যাখান করছে। রাশিয়া নিজে যা করে তারা প্রায়ই সে বিষয়ে অন্যদের দোষারোপ করে। আমরা এই ধারা সিরিয়া থেকে ইউক্রেনে দেখেছি। মিথ্যা অজুহাত ব্যবহার করে রাশিয়ার অবশ্যই দ্বন্দ্ব বাড়ানো ঠিক হবে না।

রাশিয়ার এমন দাবিকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন ন্যাটো সেক্রেটারি জেনারেল।

তাছাড়া তিনি পারমাণবিক হামলার বিষয়েও কথা বলেছেন। এ ব্যাপারে স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনে কোনো ধরনের পারমাণবিক বোমার ব্যবহার যুদ্ধের গতিপথ বদলে দেবে।

তিনি আরও বলেছেন, প্রেসিডেন্ট পুতিন জানেন পারমাণবিক যুদ্ধে জেতা সম্ভব না এবং কখনো পারমাণবিক যুদ্ধ লড়া উচিত না এবং তারা জানে এর বিপরীতে কঠিন পরিণতি থাকবে।

তবে রাশিয়ার পারমাণবিক অস্ত্র গতিবিধিতে বড় ধরনের কোনো পরিবর্তন দেখেননি বলে জানিয়েছেন জেনস স্টলটেনবার্গ।

সূত্র: সিএনএন

এ জাতীয় আরো সংবাদ

হিন্দু ছেলেকে বিয়েতে রাজি না হওয়ায় ভারতে মুসলিম কিশোরীকে পুড়িয়ে হত্যা

আনসারুল হক

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় গুরুত্ব পাচ্ছে গণ প্রত্যাবাসন

নূর নিউজ

আফগানিস্তান ইস্যু, পরস্পর আস্থা স্থাপনে কাজ করছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান

নূর নিউজ