ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৭

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন ১৪৭ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ১৪৭ ডেঙ্গু রোগীর মধ্যে ১২৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২০ জন ভর্তি হয়েছেন।

সারাদেশে বর্তমানে সর্বমোট ৪৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪১১ জন এবং ঢাকার বাইরে ৬৯ জন ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ৭ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট দুই হাজার ৭২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় একহাজার ৯৯৭ জন এবং ঢাকার বাইরে ৭২৩ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

শীতে চোখ ভালো রাখবে যে ৫ খাবার

নূর নিউজ

গরুতর অসুস্থ শাইখুল হাদীস মুফতি আব্দুল গণী আল-গাজী, দেশবাসীর কাছে দোয়া কামনা

আনসারুল হক

কারো যাতে ডেঙ্গু না হয় সেজন্য সবাইকে কাজ করতে হবে

নূর নিউজ