ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালাইমনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমিনুল হক কাজল
কাতার প্রতনিধি

কাতারের দোহায় অবস্থিত সুলতান্স ডাইন রেস্টুরেন্টে গত ২৪/০৩/২০২৫ ইং তারিখ সোমবার ‘রমজানের বরকতময় শেষ দশক’ শীর্ষক আলোচনা , দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালাইমনাই এসোসিয়েশন কাতার।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ অ্যালামনাই কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।

ইফতার ও দোয়া মাহফিলের যুগ্ম-আহবায়ক মোঃ আবু শামার সঞ্চালনায় প্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উবাইদুল্লাহ আল-রাফী। স্বাগত বক্তব্য রাখেন ইফতার ও দোয়া মাহফিলের আহবায়ক মোঃ আব্দুল ওয়াকিল। সকল সদস্যের পরিচয় পর্ব শেষে বক্তব্য রাখেন সিনিয়র সদস্য এ.কে.এম. আমিনুল হক। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও মুসলিম উম্মার মঙ্গল কামনায় মুনাজাত পরিচালনা করেন আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর।

অনুষ্ঠানে দূতাবাসে কর্মরত অ্যালামনাইদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা উইং) মাহদী হাসান, কাউন্সেলর (শ্রম) মোঃ তন্ময় ইসলাম এবং প্রথম সচিব (রাজনৈতিক) আব্দুল্লাহ আল-রাজী।

অ্যালামনাইদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোঃ নিয়াজ মোর্শেদ খাঁন, মোঃ গোলাম ফারুক সিদ্দিকী, মোঃ শফিকুর রহমান, মোসাদ্দেক বিল্লাহ, মোহাম্মদ সেলিম উদ্দিন, কাজী রেজাউর রহমান, ইফতেখার উদ্দিন আহমেদ, ইমতিয়াজ উদ্দিন, মোঃ জহিরুল ইসলাম, মোঃ শহিদুল আলম সাকিব, সৈয়দ তানজিম হাসান, মোস্তাহিদুর রহমান, মোঃ ফখরুল ইসলাম, মোহাম্মদ আশরাফ উদ্দিন, মোহাম্মদ খাইরুল মঞ্জুর, মোঃ আব্দুল জলিল ও মোঃ মুজিবুল বাশার।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, এই সংগঠন নানা ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে প্রচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্ররা অর্জিত শিক্ষা ও জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতার আলোকে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলো ছড়াবে। ক্যাম্পাসের সোনালী অতীত স্মরণ করে তিনি বলেন, ইন্টারনেটের যুগে এসে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের মতো সুমধুর ক্যাম্পাস লাইফ উপভোগ করতে পারবে না।

এ জাতীয় আরো সংবাদ

হারিছ চৌধুরী ফাউন্ডেশন কাতার শাখার নতুন কমিটি

আনসারুল হক

জামায়াতের সেক্রেটারিসহ ৯ জন রিমান্ডে!

নূর নিউজ

কাতারে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলা ভাষায় ইসলামী আলোচনা, প্রবাসীদের মাঝে আনন্দঘন পরিবেশ

নূর নিউজ