আগামী ২৭ আগষ্ট’২২ ইং, শনিবার, সকাল দশটায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর উদ্যগে উম্মুল মাদারিস আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারি মাদরাসায় ওলামা মাশায়েখ ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ (৮ আগষ্ট’২২ ইং, সোমবার, দুপুর তিনটায়) ২৭ তারিখের প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁও মাদরাসায় সংগঠনের নায়েবে আমীর, ছারছিনার মেজো পীর সাহেব আলহাজ্ব মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রোগ্রাম বাস্তবায়নের জন্য সংগঠনের মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানীকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করা হয়। কমিটিতে আরো আছেন- আল্লামা আহমাদ আলী কাসেমী, আল্লামা আব্দুল কাইয়ুম সোবহানী, আল্লামা জহুরুল ইসলাম, আল্লামা কিফায়াতুল্লাহ আযহারী, মাওলানা এনামুল হক মূসা, মাওলামা শিব্বির আহমাদ, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা আশিকুল্লাহ, মুফতী কামাল উদ্দীন, মাওলানা আল-আমীন ফয়জী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা গোলাম মাওলা, মাওলানা মুমিনুল হক, মুফতী সুলতান আহমাদ জাফরী, মাওলানা আলী আজম, মাওলানা আফসার মাহমুদ প্রমুখ নেতৃবৃন্দ।
মিটিংয়ে সংগঠনের সভাপতি, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া কনফারেন্স কলের মাধ্যমে অংশগ্রহণ করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাদিয়ানীরা মুসলমানদের ঈমান হরণ করছে। পুরো শরীয়ত খতমে নবুয়তের উপর নির্ভরশীল। তাই সরকারকে অবিলম্বে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে হবে। ঈমান রাখতে হলে খতমে নবুওয়ত মানতে হবে। দ্বীনের প্রচারের চেয়ে দ্বীনের হেফাজত বেশি প্রয়োজন। তাই আগামী ২৭ তারিখের ঈমানী সম্মেলন সফল করতে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর সকল জেলার দায়িত্বশীল ও প্রতিনিধি আলেম-ওলামার প্রতি আহ্বান জানাচ্ছি।
মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী বলেন, আমরা দীর্ঘ তিন যুগ যাবত তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর ব্যানারে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবী জানিয়ে আসছি। আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে কাদিয়ানিদের অপতৎপরতা অনেক বেড়ে গেছে। তাদের অপতৎপরতা রোধ করতে এবং কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবীতে আগামী ২৭ আগষ্ট’২২ এর প্রোগ্রাম। উক্ত সম্মেলন বাস্তবায়নের জন্য তিনি সারা দেশের উলামা মাশায়েখ ও সংগঠনের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান।
২৭ তারিখের প্রোগ্রাম বাস্তবায়নের সভায় আরো আলোচনা করেন, আল্লামা জহুরুল ইসলাম, আল্লামা ইয়াহয়া মাহমুদ, আল্লামা আহমাদ আলী কাসেমী, আল্লামা আব্দুল কাইয়ুম সোবহানী, মুফতী কিফায়াতুল্লাহ আযহারী, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা শিব্বির আহমাদ, মাওলানা ইউনুস ঢালী, মুফতী কামাল উদ্দীন, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা মাহবুব, মাওলানা যুবায়ের, মাওলানা আল-আমীন ফয়জী, মাওলানা আলী আজম, মাওলানা মুমিনুল ইসলাম, মাওলানা গোলাম মাওলা, মাওলানা রাশেদ বিন নূর, মুফতী সুলতান আহমাদ জাফরী, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা ওমর ফারুক, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা ইমরান, মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মোমেন আল হোসাইনী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আহসানুল্লাহ, মাওলানা আবুল হাসানাত, মাওলানা জাহিদ হাসান, মাওলানা নাজির আহমাদ, মাওলানা আনিসুর রহমান, মাওলানা মুসা আমান প্রমুখ নেতৃবৃন্দ।