তাহাফফুজে খতমে নবুওয়তের ধামরাই থানার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আজ (১৭ সেপ্টেম্বর ২০২৩ ইং) রোজ রবিবার বা’দ জোহর ধামরাইয়ের ইালামপুরে অবস্থিত কাসিমুল উলুম শরীফিয়া মাদরাসা মিলনায়তনে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ধামরাই থানার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে তাহাফফুজে খতমে নবুওয়ত ৭-নং জোনের উপদেষ্টা হাফেজ ক্বারী খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আল্লামা জুনাইদ আল হাবিব এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আল্লামা মুহিউদ্দিন রাব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা জুনাইদ আল হাবিব বলেন, সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহ. ভারতীয় উপমহাদেশে কাদিয়ানী ফেৎনার উৎপত্তি হলে তার মূলৎপাটনে আলমি মজলিসে তাহাফফুজ খতমে নবুয়ত প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে ১৯৯০ সালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব উবায়দুল হক রহ. এবং মাওলানা নুরুল ইসলাম জিহাদী রহ. এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এটি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করে জাতীয় সংসদে খতমে নবুয়ত আইন পাস করার জন্য আন্দোলন চালিয়ে আসছে। এদের ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট, এদেশে অন্যান্য ধর্মাবলম্বীরা যেভাবে নিজেদের ধর্মীয় পরিচয়ে বসবাস করে কাদিয়ানী সম্প্রদায়কেও নিজেদের ধর্মীয় পরিচয়ে এদেশে বসবাস করতে হবে। আর দেশের কাদিয়ানী সমস্যার এটাই একমাত্র স্থায়ী সমাধান। এর কোনো বিকল্প নেই।

প্রধান আলোচক হিসেবে আল্লামা মুহিউদ্দিন রাব্বানী বলেন, আমরা সরকারের নিকট প্রায় তিন যুগ ধরে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ব্যানারে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে আসছি। এর ধারাবাহিকতায় গত বছর ঢাকার কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় ওলামা মশায়েখ ও প্রতিনিধি সম্মেলন থেকে কেন্দ্রীয়ভাবে যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছিলো তা বাস্তবায়নে আজকের এই সম্মেলন। আমরা সারাদেশের সকল বিভাগে, জেলা উপজেলা সহ থানা ভিত্তিক কমিটি গঠন করতেছি। এমনকি ওয়ার্ড এবং ইউনিয়নেও কমিটি গঠন করে কাদিয়ানী বিরোধী জনমত তৈরি করে খতমে নবুওয়ত আন্দোলনকে বেগবান করার সর্বোচ্চ প্রয়াস চালাচ্ছি। আজকের এই সম্মেলন থেকে কাদিয়ানীদের অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা হেফাজত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

সভায় মুফতী মাহফুজুর রহমানকে সভাপতি এবং মুফতী আবুল হুসাইন খাঁনকে সেক্রেটারি করে ১৫১ সদস্য বিশিষ্ট ধামরাই থানা কমিটি ঘোষণা করা হয়।

এ সময় মুফতি আব্দুর রাজ্জাকের সঞ্চালনায়আরো বক্তব্য রাখেন, বক্তব্য রেখেছেন: মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, মাওলানা আলী আজম, মাওলানা আফসার মাহমুদ, মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মুফতি আবুল হুসাইন খাঁন, মুফতি আব্দুর রশিদ কাসেমী, মুফতি সানাউল্লাহ, মুফতি আতিকুর রহমান, মুফতি ইলিয়াস, মুফতি আব্দুর রহমান, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা আবুল হাসান, মুফতি রেজাউল করিম, মাওলানা জুবায়ের আহমদ, মুফতি আব্দুর রাজ্জাক, ক্বারী শওকত আলী, মুফতি আশরাফ আলী, মুফতি মাহবুবুর রহমান, মুফতি রাশেদুল ইসলাম, মুফতি মাহমুদুল হাসান, মুফতি আব্দুর রশিদ, মাওলানা আব্দুর রশিদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে হাফেজ ক্বারী খোরশেদ আলম নব গঠিত কমিটির উত্তরোত্তর কল্যাণ কামনা করে বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে খতমে নবুওয়তের কাজ করে ধামরাইকে কাদিয়ানী বিরোধী আন্দোলনের দূর্গ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

এ জাতীয় আরো সংবাদ

মহাখালীতে সাত তলা বস্তিতে আগুন

আনসারুল হক

শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

নূর নিউজ

কওমি শিক্ষার্থীদের আলিয়ায় পরীক্ষা, কীভাবে দেখছেন সংশ্লিষ্টরা?

নূর নিউজ