তুরস্ক সফরে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী, আলোচনা হবে যেসব বিষয়ে

আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ তুরস্ক সফরে গেছেন।

সেখানে তারা তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুসহ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী তুর্কি নেতাদের সঙ্গে বিমান চলাচল, বাণিজ্য, আর্থিক সাহায্য ও অভিবাসন ইস্যুতে আলোচনা করবেন বলে কথা রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ব্যর্থ হওয়ার ফলে গত ১৫ আগস্ট সেদেশের ক্ষমতা গ্রহণ করে তালেবান গোষ্ঠী। এরপর তারা ৭ সেপ্টেম্বর অস্থায়ী সরকার গঠন করে।

তবে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকেই আন্তর্জাতিক সহযোগিতা কমতে থাকে, দেখা দেয় অর্থনৈতিক সংকট। এ কারণে তালেবান সরকার আন্তর্জাতিক সমর্থন লাভের পাশাপাশি দেশের অর্থনীতির চাকাকে সচল করার চেষ্টা চালাচ্ছে।

সম্প্রতি আফগান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বলেছেন, আফগানিস্তানকে দুর্বল করে কারো লাভ হবে না। কারণ এখানকার পরিস্থিতির প্রভাব পড়বে গোটা বিশ্বের নিরাপত্তা, অর্থনীতি ও অভিবাসনের ওপর।

এ জাতীয় আরো সংবাদ

জাপানে দুর্গত মানুষ হিমায়িত বৃষ্টির সম্মুখীন, আছে ভূমিধসের শঙ্কাও

নূর নিউজ

চীনকে ঠেকাতে সলোমন দ্বীপপুঞ্জে আবারও খুলছে মার্কিন দূতাবাস

নূর নিউজ

সশরীরে মদিনা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো শিক্ষা কার্যক্রম

নূর নিউজ