তুরস্কের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৪০

তুরস্কের কয়লাখনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। দেশটির উত্তরাঞ্চলের বারতিন প্রদেশে এই বিস্ফোরণ ঘটে। সেখান থেতে মরদেহগুলো উদ্ধার করা হয়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সইলো বিষয়টি নিশ্চিত করেছেন।

সুলেমান বলেন, আমরা মোট ৪০ মরদেহ হিসাব করেছি। ৫৮ জন শ্রমিক নিজেদের চেষ্টায় বেঁচে ফিরেছেন। এ ঘটনায় আহতের সংখ্যা ১১।

দেশটির জ্বালানিমন্ত্রী ফাতেহ ডনমেজ বলেন, ‘আমরা উদ্ধার অভিযান শেষ করতে যাচ্ছি।’

এর আগে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সইলো বলেন, ‘বিস্ফোরণটি খনির ৩০০ মিটার গভীর ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ৪৯ জন শ্রমিক সেখানকার বিপজ্জনক অংশে কাজ করছিলেন। ওই খনির ৩০০ থেকে ৩৫০ ফুট গভীর হচ্ছে বিপজ্জনক অংশ। কিছু লোক আছে যাদের আমরা খনির ওই অংশ থেকে উদ্ধার করতে পারিনি। এ ছাড়া বিস্ফোরণের কারণ এখনো শনাক্ত যায়নি। এ ঘটনায় একটি তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।’ সূত্র: বিবিসি

এ জাতীয় আরো সংবাদ

মক্কায় ইসরাইলি সাংবাদিক প্রবেশে সাহায্য করা গাড়ি চালককে গ্রেপ্তার

নূর নিউজ

এখনো কি আরব জাতির জন্য একত্রিত হওয়ার ও কাছাকাছি আসার সময় হয়নি?

নূর নিউজ

বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎস আমেরিকা: চীনা পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ