দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক ইসলামী আন্দোলনের

দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আগামীকাল শুক্রবারের এই সমাবেশ থেকে দলটির পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা যায়।

দলের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম গণমাধ্যমকে বলেন, জাতীয় সরকার গঠন ও বর্তমান সরকারের পদত্যাগ দাবিতে তার দল আন্দোলনের মাঠেও থাকবে।

সাম্প্রতিক সময়ে সিটি করপোরেশনসহ প্রায় সব নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসে ইসলামী আন্দোলন। ঢাকার ২ সিটিতে ২ জনসহ দেশের বিভিন্ন পৌরসভায় ৫ কাউন্সিলর এবং ১৩ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে জয়লাভ করেন তাদের প্রার্থীরা। অন্যান্য নির্বাচনে বিজয়ী প্রার্থীর পরই দাঁড়ায় তাদের ভোটের অবস্থান।

গাজীপুরে ভোটের হিসাবে তৃতীয় হলেও ৪৫ হাজারের বেশি ভোট পায় হাতপাখা। সর্বশেষ খুলনা ও বরিশাল সিটিতে নৌকার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয় ইসলামী আন্দোলন।

এ জাতীয় আরো সংবাদ

তাহাফফুজে খতমে নবুওয়তের ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

নূর নিউজ

চা-শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী

নূর নিউজ

‘ইউএনও’র বাসায় হামলাকারীদের ছাড় দেয়া হবে না’

নূর নিউজ