দেশে এলো করোনার টিকা

দেশে এলো মহামারি করোনাভাইরাসের টিকা। ভারতের উপহার হিসেবে পাওয়া ২০ লাখ ডোজ করোনার টিকা বিশেষ বিমানে করে দেশে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে করোনার ভ্যাকসিনের প্রথম চালান। এতে রয়েছে সেরামের তৈরি অক্সফোর্ডের ২০ লাখ ডোজ।

শিগগিরই দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে। জানা গেছে, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ২৫ জনকে এ টিকা প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এরপর দেওয়া হবে আরও ৫০০ জনকে। তাদের কিছুদিন নজরদারিতে রাখার পর ফেব্রুয়ারির প্রথম দিকে পুরোদমে শুরু হবে টিকাদান কর্মসূচি।

এ জাতীয় আরো সংবাদ

করোনায় আক্রান্ত হলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ

আলাউদ্দিন

রাজনৈতিক পন্থায় পার্বত্য জেলায় স্থিতিশীলতা ফেরাতে হবে

নূর নিউজ

সংক্রমণ ও মৃত্যু, দুটোই কমছে!

নূর নিউজ