দেশে খুন-ধর্ষণ মারাত্মক আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, পত্রিকার পাতা খুললেই হত্যা আর হত্যা। যে কোন সামান্য ব্যাপার নিয়ে মানুষ হত্যায় মেতে উঠে। তিনি বলেন, দেশে ভয়াবহ মাদকের ছড়াছড়ি। বর্ডার খুলে দিয়ে দেশের ভিতর মাদক খুঁজছে আইন শৃঙ্খলায় নিয়োজিতরা। এর মধ্যে যদি মদকে সাধারণরে জন্য উম্মুক্ত করে দেয়া হয়, তাহলে দেশ কোথায় যাবে? একবারও কি ভেবে দেখেছেন! সকল অপরাধের মূলে হলো মাদক। মাদকাসক্ত ব্যক্তিরাই সমাজে যতসব অপকর্ম করছে। খুনে জড়িত মাদকাসক্ত, নারী ধর্ষণ, নারী নির্যাতনের সাথে জড়িত মাদকাসক্ত ব্যক্তিরা। কাজেই মাদক ইসলামে শুধু শুধু হারাম করা হয়নি। মাদকের কারণে সব অপরাধ, অপকর্ম। মাদকাসক্ত একজন একটি সমাজ, একটি এলাকা ধ্বংসের জন্য যথেষ্ঠ। কাজেই মাদক বেচাকেনা, বিতরণ, উৎপাদন সব বন্ধ করতে হবে।
আজ বিকেলে মাদারীপুর শহরের একটি স্কুল মাঠে আয়োজিত বিশাল ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে স্থানীয় ওলামায়ে কেরাম, মসজিদের ও বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। যে রাজনীতিতে কল্যাণ নেই বরং অকল্যাণ বয়ে আনে তা কোন দেশপ্রেমিক মানুষ করতে পারে না। তিনি বলেন, ইসলাম মেনে চললে দুনিয়া ও আখেরাতে সফল হওয়া যায়। এজন্য ইসলামের আদর্শ সর্বত্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। তিনি সকলকে ইসলামের সুমহান আদর্শে ফিরে আসার আহ্বান জানান।
পীর সাহেব চরমোনাই বলেন, রাষ্ট্রে ইসলামী শিক্ষা চরম অবহেলিত। তিনি বলেন, মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। মনে রাখতে হবে, ইসলামই মানবতার একমাত্র মুক্তির গ্যারান্টি।
ভয়াবহ লোডশেডিং জনজীবন চরম দুর্বিষহ করে তুলেছে- ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, সারাদেশে ভয়াবহ লোডশেডিং জনজীবন চরম দুর্বিষহ করে তুলেছে। সরকার বলছে ১০০ ভাগ বিদ্যুৎয়ায়ন করা হয়েছে। এখন দেখি সারাদেশে লোডশেডিং-য়ে জনজীবন দুর্বিষহ করে তুলছে। এভাবে প্রতারণার কোন মানে হয় না। সরকার দলীয় নেতাকর্মীদের ভয়াবহ দুর্নীতির কারণে আজ সর্বক্ষেত্রে এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এরমধ্যে কয়েক দফা বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এখন আবার বিদুত্যের দাম বাড়ানোর কথা শোনা যাচ্ছে। শতভাগ বিদ্যুৎ নিশ্চিত না করে এবং নিরোবচ্ছিন্ন বিদ্যুতের সার্ভিস নিশ্চিত না করে বার বার বিদুতের দাম বাড়ানোর চক্রান্ত দেশবাসী রুখে দাড়াবে।
আজ বুধবার এক বিবৃতিতে মাওলানা ইমতিয়াজ আলম এসব কথা বলেন।