দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে ২৫ জন পুরুষ ও ১০ জন নারী। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪৭ জনে।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৯৫০ জনের করোনাভাইরাস নতুন করে শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩ লাখ ২৩ হাজার ৫৬৫ জনের করোনাভাইরাস শনাক্ত হলো।

প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ ১ হাজার ৬৬১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ২ লাখ ১৭ হাজার ৮৫২ জন।

উল্লেখ্য, দেশে ৯৩টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৪৭টি নমুনা। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৯৫৮টি নমুনা।

এ জাতীয় আরো সংবাদ

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার অন্তরে

নূর নিউজ

সিলেটের বয়োজ্যেষ্ঠ আলেম আল্লামা আব্দুল হক জালালাবাদীর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক

নূর নিউজ

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে রায়ের বিরুদ্ধে শুনানি মুলতবি

নূর নিউজ