দেশে মাথাপিছু আয় বাড়ল

নূর নিউজ: দেশে মাথাপিছু আয় ২ হাজার ৬৪ মার্কিন ডলার থেকে বেড়ে হয়েছে ২ হাজার ২২৭ ডলার।   সোমবার পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মন্ত্রিপরিষদের বৈঠকে এই তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আজকের মন্ত্রিপরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদের সদস্যরা সচিবালয় থেকে বৈঠকে যুক্ত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০২০-২১ অর্থবছরে দেশে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ মার্কিন ডলার। এর আগে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ দলার। ৯ শতাংশ হারে মাথাপিছু আয় বেড়েছে।

প্রাথমিক তথ্য বলছে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার এখন ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি টাকা। যেটা আগের অর্থবছরে ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩৫৮ কোটি টাকা।

এ জাতীয় আরো সংবাদ

ঈদে মিলাদুন্নবী উদযাপন ও কিছু কথা

আনসারুল হক

ফখরুল বিএনপির ভাড়া করা নেতা: হাছান মাহমুদ

আনসারুল হক

রমজানের আগেই ভারত থেকে আসছে দেড় লাখ টন পেঁয়াজ-চিনি

নূর নিউজ