দেশে ২৪ ঘণ্টায় আরও ৪২ মৃত্যু, শনাক্ত ২৪৮৫

নূর নিউজ প্রতিবেদক:করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে গত মার্চের শুরুর দিকে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর এই ব্যাধিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৯৮৩ জনে।

সোমবার দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে দুই হাজার ৪৮৫ জনের শরীরে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯৭ হাজার ৮৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১১ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৭৮৪ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৮২ হাজার ৮৭৫ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৮২টি নমুনা। এর আগের দিন ১০ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৫৬ হাজার ৩৮টি নমুনা।

নূর নিউজ২৪/ইমএন

 

এ জাতীয় আরো সংবাদ

হেফাজত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ

আনসারুল হক

তীব্র তাপপ্রবাহের সঙ্গে বন্যাও আসতে পারে মে মাসে

নূর নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: নৌকার মনোনয়ন পেলেন যারা

নূর নিউজ