অলাইন ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনেই দ্বিতীয় দিনের মতো গাছতলায় ক্লাস নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চার শিক্ষক। মঙ্গলবার বেলা ১১টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে গাছতলায় ক্লাস নেন শিক্ষকরা।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ‘বি-উপনিবেশায়নের সম্ভাবনা’ ওপর ক্লাস নেন। এছাড়াও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী শুসমিন আফসানা ক্লাস নেন। সেখানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষক-শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ প্রতীকী ক্লাস চলমান থাকবে। সেই ধারাবাহিকতায় আগামীকালও বেলা ১১টায় একই স্থানে ক্লাস নেবেন ওই শিক্ষকরা।
শিক্ষার্থীরা আরও জানান, প্রায় দীর্ঘ দেড় বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়াশুনাবিমুখ ও মানসিক বিষন্নতায় ভুগছে। তাছাড়া ভয়াবহ সেশনজটের কবলে পড়ার শঙ্কা করছেন। দেশের সবকিছু স্বাভাবিক কার্যক্রম চললেও করোনার অজুহাত দিয়ে শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। যার ফলে শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনে নানামুখী প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে। তাই অতিদ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান তারা।
এর আগে গত শনিবার রাতে সশরীরে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাস নেওয়ার ঘোষণা দেন রাবির কয়েকজন শিক্ষক। এরপর থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা সাধুবাদ জানাতে থাকেন। সোমবার প্রথমদিনের মতো গাছতলায় ক্লাস নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক।