দ্রব্যমূল্যের আকাশচুম্বি মূল্যবৃদ্ধিতে মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশচুম্বি মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন ভয়াবহ ও দুর্বিষহ করে তুলেছে। অবস্থাদৃষ্টে মনে হয়, এদেশের অভিভাবক বলতে কেউ নেই। জনগণের দুঃখ দুর্দশা দেখার কেউ নেই। তিনি বলেন, জনগণের দুঃখ দুর্দশা লাঘবের পরিবর্তে সরকার নিত্য নতুন সঙ্কটে জনগণকে ঠেলে দিচ্ছে। দেশের কোন নাগরিক আজ ভাল নেই। সাধারণ কৃষক, শ্রমিক, চাকুরীজীবী ও ব্যবসায়ী কেউ ভাল নেই। তিনি বলেন, সরকারের দায়িত্বহীন ও অপরিণামদর্শী সিদ্ধান্তে সর্বত্র এক ধরনের হাহাকার চলছে। দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষ জর্জরিত। তিনি বলেন, অবিলম্বে জ্বালানি তেল ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে পড়বে।

গতকাল বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার কর্মী তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সহ-সভাপতি মুফতী আবদুল্লাহ তাহের কাসেমীর সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতী সাইফুল ইসলাম সাইফের পরিচালনায় অনুষ্ঠিত তারবিয়াতে বিশেষ আলোচক ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা সভাপতি কে এম আতিকুর রহমান। স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী তারবিয়াতে জেলার বিপুলসংখ্যক অগ্রসরমান কর্মী অংশ গ্রহণ করেন।

এ জাতীয় আরো সংবাদ

মুক্তি পাচ্ছেন মামুনুল হক, হারুন ইজহার ও শিশু বক্তা মাদানী 

নূর নিউজ

প্রধানমন্ত্রীর দিল্লি সফর; পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে দোটানায় সরকার

নূর নিউজ

সরকারের পদত্যাগ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না

নূর নিউজ