ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের ধনীরা যাকাত দিলে বছরে এক লাখ কোটি টাকার তহবিল গঠিত হবে। এ অর্থের সঠিক বন্টন করা হলে ১০ বছর পরে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না।
রবিবার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় মসজিদে রমজানের তাৎপর্ষ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
আ ফ ম খালিদ হোসেন বলেন, যারা দেশের সম্পদ লুট করে বিক্রি করে দেয় তারা দেশদ্রোহী, তারা দেশপ্রেমিক হতে পারে না। এদের বিচার হওয়া উচিত। এ ধরনের মানসিকতা পরিবর্তন না হলে দেশ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, শুধু পানাহার থেকে বিরত থাকাই সংযম নয়, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও সংযম দেখাতে হবে। মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করা পাপ। এ ধরনের প্রবণতা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন তিনি।
ঘুষ-দুর্নীতি থেকেও বিরত থাকার আহবান জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ঘুষের লোভে ফাইল আটকিয়ে রাখার মানসিকতা পরিহার করতে হবে।