ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফরিদুল হক খান

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন জামালপুর-২ আসনের (ইসলামপুর) সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেন তিনি।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান। করোনা পরিস্থিতির কারণে বঙ্গভবনে সংক্ষিপ্ত পরিসরে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

শপথ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে বঙ্গভবনে শপথ নিচ্ছেন ফরিদুল হক খান

ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর থেকে ধর্ম মন্ত্রণালয় মন্ত্রীশূন্য রয়েছে। এই দায়িত্বে অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত ফরিদুল হক খানই পদটি পেলেন।

এ জাতীয় আরো সংবাদ

এবারও চামড়াশিল্প রক্ষায় সরকার চরম ব্যর্থ : ন্যাপ

আনসারুল হক

মুক্তির পরই হেফাজতের বড় পদ পাবেন মামুনুল হক

নূর নিউজ

বসবাসের অযোগ্য শহরগুলোর তালিকায় ঢাকা সপ্তম

নূর নিউজ