ধর্মীয় অবমাননা রোধে প্রয়োজন কঠোর আইন প্রণয়ন

মুফতী মোহাম্মদ এনামুল হাসান: যেকোনো ধর্মগ্রন্থ ও ধর্মকে অবমাননা করা জঘন্যতম অপরাধ। ধর্মগ্রন্থ ও ধর্ম অবমাননা রোধ করা না গেলে সমাজ ও রাষ্ট্রে ধর্মের নামে হানাহানি বহুগুণে বৃদ্ধি পেতে পারে, যা নিয়ন্ত্রণ করা সাধ্যের বাহিরে চলে যাবে একটা সময়।

কোনো ধর্মের মানুষ ই চাইবে না অন্য ধর্ম নিয়ে কটুবাক্য বলতে।
তাই পর্দার আড়ালে কারা এদের লেলিয়ে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় তা খুজে বের করা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে।
সময়ে সময়ে কারা বাংলাদেশের মাটিতে ধর্মীয় সহিংসতা সৃষ্টি করে ফায়দা হাসিল করতে চায় তা বাংলাদেশের স্থিতিশীল পরিবেশ বজায় রাখার স্বার্থে ই তাদের চিহ্নিত করা প্রয়োজন।

এরজন্য প্রয়োজন সকলের আন্তরিকতা। এসব নিয়ে নোংরা রাজনীতির খেলা রাজনৈতিক দলগুলোর বন্ধ করতে হবে।
রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব হচ্ছে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা।

অন্যথায় একেক সময় একেক আঙ্গিকে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে যাবে ঐ অপশক্তি গুলো।

তাই আগামীর বাংলাদেশকে সুন্দর ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজন ধর্মীয় অবমাননা রোধে কঠোর আইন প্রণয়ন করা।
যেকোনো ধর্মকে অবমাননা করলে উক্ত আইনে বিচারের সম্মুখীন করা।
তাহলে ই বাংলাদেশ থেকে এই ন্যাক্কারজনক ঘটনার অবসান ঘটবে।

এরজন্য শুধু প্রয়োজন আন্তরিকতা। আর নোংরা রাজনীতি পরিহার করা।

প্রকৃত পক্ষে বাংলাদেশে একটা ও ধর্মীয় সহিংসতা আজও হয়নি।মাঝেমধ্যে যা হয় তা মূলত ব্যক্তিস্বার্থেই হয়ে থাকে। হয়তো জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ, না হয় স্থানীয় নোংরা রাজনীতির খেলা। ব্যক্তিস্বার্থে জড়িয়ে পড়া বিরোধকে কিছু কিছু সুশীল নামের অসুশীল ও অসাম্প্রদায়িক চেতনার ধ্বজাধারী নামে কট্টরপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মীয় সহিংসতার শ্লোগান তুলে পরিবেশ পরিস্থিতিকে ঘোলাটে করে ভীনদেশীদের অনুকম্পা কিংবা রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যস্ত হয়ে পড়ে।
রাষ্ট্র ও সরকারকে এবিষয়ে ও নজর দিতে হবে।

মোটকথা, সম্প্রীতির বাংলাদেশকে যেন কেউ উগ্রতার দিকে নিয়ে যেতে না পারে সে লক্ষ্যে বাস্তবভিত্তিক পরিকল্পনা করা প্রয়োজন।
এতে রাষ্ট্র, সরকার, প্রশাসন, রাজনৈতিক দল,ধর্মীয় নেতৃবৃন্দদের আন্তরিকতা নিয়ে কার্কর ভূমিকা রাখতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশের অনুরোধেই’ সাবেক রাষ্ট্রদূত খায়রুজ্জামানকে গ্রেফতার : মালয়েশিয়া

আনসারুল হক

আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের মামলা

নূর নিউজ

সাম্প্রদায়িক উস্কানি : বিভিন্ন জেলায় মামলা, হাজার হাজার আসামি

আনসারুল হক