নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় নামাজরত অবস্থায় কাইমুদ্দিন (১০০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার ডাকাতিয়া নামাপাড়া গ্রামে ফজরের নামাজপড়া অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, প্রতিদিনের মতো কাইমুদ্দিন শুক্রবার ভোরে নয়াপাড়া বাইতুন নূর জামে মসজিদে জামায়াতে ফজরের নামাজ পড়তে যান। ওজু সেরে সুন্নত নামাজ পড়ার সময় তিনি পেটে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে জায়নামাজে শোয়ালে তিনি সেখানেই মারা যান।

মসজিদের মুসল্লি আজহার আলী জানান, নামাজের মাঝে তিনি অসুস্থ বোধ করলে তাকে আমরা জায়নাজের মাঝেই শোয়ায়ে দেই; সেখানেই তিনি মারা যান। তিনি রোজা ছিলেন এবং মসজিদে এসে জামায়াতে নিয়মিত নামাজ পড়তেন।

এ জাতীয় আরো সংবাদ

গাজীপুরে ভোট বেড়েছে হাতপাখার

নূর নিউজ

‘জয় বাংলা’র কালিমা বলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বীর মুক্তিযোদ্ধা

আনসারুল হক

ইজতেমা এলাকায় বন্ধ থাকবে গণপরিবহন, বিকল্প নির্দেশনা

Sufian Farabee