নামাজে সুরা ফাতিহার পরিবর্তে তাশাহুদ পড়ে ফেললে করণীয়

কিছুদিন আগে মাগরিবের নামাজ পড়া অবস্থায় সূরা ফাতিহার পরিবর্তে তাশাহুদ পড়ে ফেলি। নামাজ শেষে সাহু সেজদা দিতে ভুলে যাই। জানতে চাচ্ছি, আমার নামাজ হয়েছিল কি?

এই প্রশ্নের প্রেক্ষি
তে আলেমরা বলেন, হানাফী মাযহাবে নামাজের প্রথম ও দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। আর নামাজের কোনো ওয়াজিব বিধান অনিচ্ছায় ছুটে গেলে সাহু সেজদা আবশ্যক হয়ে যায়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,

‘প্রত্যেক ভুলের জন্যই সালামের পর দু’টি সেজদা রয়েছে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৪০)

কাজেই সূরা ফাতিহা পাঠ না করার কারণে আপনার উপর সাহু সেজদা আবশ্যক হয়েছিল। আপনি যেহেতু সাহু সেজদা করেননি তাই আপনার সেদিনের মগরিবের নামাজ হয়নি।

সাহু সিজদা যেভাবে দেবেন

সাহু সিজদার সঠিক পদ্ধতি হচ্ছে— সাহু সিজদা যার ওপর ওয়াজিব হয়েছে, সে শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে ডান দিকে এক সালাম ফেরাবে। এরপর তাকবির বলে নামাজের মতো দুইটি সিজদা করে বসে যাবে এবং তাশাহহুদ, দরুদ, দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফেরাবে। সালামের আগে সিজদা করলে নামাজ হয়ে যাবে। তবে তা মাকরুহে তানজিহি। (মুসনাদে আহমদ, হাদিস : ১৮১৮৮; বুখারি, হাদিস : ১১৫০-১১৫৩; তিরমিজি, হাদিস : ৩৬১)

এ জাতীয় আরো সংবাদ

হজরত উমাইমাহ বিনতে সাবিহ রা.: আবু হুরায়রা রা. এর মা

নূর নিউজ

কওমী মাদরাসা ও আলেমদের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে: মুফতী সৈয়দ ফয়জুল করীম

নূর নিউজ

সূরা যিলযালে কিয়ামতের যে বর্ণনা তুলে ধরা হয়েছে

নূর নিউজ