নামাজের মাঝে বিভিন্ন কুচিন্তা ও কল্পনা

নামাজের মাঝে ওয়াসওসা ও কল্পনা রোধকল্পে চোখ বন্ধ করে নামাজ পড়া ভালো এমন ধারণা অনেকেই করে থাকেন।  কল্পনা হয়তো ইচ্ছাকৃত ভাবে করা হয়, না হয় ‍অনিচ্ছাকৃতভাবে। যদি অনিচ্ছাকৃতভাবে হয়, তাহলে তো সে সম্পর্কে আল্লাহর দরবারে কোন ধরনের পাকড়াও করা হবে না।

সুন্নতের অনুসরণ করে চোখ খোলা রেখে যে নামাজ পড়া হয় এবং অনিচ্ছাকৃত কল্পনাও তার মাঝে আসে, সেই নামাজ ওই নামাজের চেয়ে উত্তম, যা কল্পনা রোধকল্পে সুন্নত ছেড় দিয়ে চোখ বন্ধ করে পড়া হয়।

কারণ, প্রথমটির মাঝে সুন্নতের পাবন্দি আছে,দ্বীতিয়টির মাঝে সুন্ননতের পাবন্দি নেই। ভাই দ্বীন মানার জিন্দেগির নাম; নিজে কিছু একটা নতুন করে উদ্ভাবন করার নাম ‘দ্বীন’ নয়।

অথচ আমরা নতুন মত ও পথ বের করি যে, অমুক ইবাদত এমন হবে, অমুক ইবাদত তেমন হবে ইত্যাদি। এসব কিছু আল্লাহর দরবারে মোটেও গ্রহনযোগ্য নয়। সূত্র: ইসলাহী খুতুবাহ

 

এ জাতীয় আরো সংবাদ

সন্তানের উত্তম শিষ্টাচারে মহানবীর শিক্ষা

নূর নিউজ

মোগল আমলে নির্মিত সাত গম্বুজ মসজিদ

নূর নিউজ

৩০ বছরের যাজকজীবন ছেড়ে ইসলাম গ্রহণ

আনসারুল হক