নামাযে ক্রন্দন করা এবং চোখ বন্ধ করে নামায পড়ার বিধান কী?

নামাযের মাঝে জাহান্নামের আয়াত শুনে বা পড়ে যদি কান্না আসে আর তা চোখ থেকে গড়িয়ে পড়ে তবে নামাযের কি কোন ক্ষতি হবে? যদি নামাযে মনোযোগ বৃদ্ধির জন্য চোখ বন্ধ করা হয় তবে এর বিধান কী?

উত্তর : নামাযের জাহান্নামের বিবরণ সংক্রান্ত আয়াত শুনে কান্না চলে আসা, লৌকিকতা বা চেষ্টা করা ছাড়া এমনিতেই অজান্তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লে নামায মাকরূহ তো হবেই না, বরং এটি খুবই প্রশংসনীয়।

আর চোখ বন্ধ করে নামায পড়া মাকরূহে তানজীহী। তবে মনযোগ আনার জন্য হলে মাকরূহ হবে না।

উত্তম হলো চোখ খুলে নামায পড়া। কারণ, নামাযে সেজদার স্থান দেখা একটি সুন্নাত। চোখ বন্ধ করে রাখলে সেই সুন্নত আদায় হয় না।

তবে যদি চোখ খুলে পড়ার কারণে নামাযে মনযোগিতার বেশি ব্যাঘাত হয়, তাহলে বন্ধ করে নামায পড়াই উত্তম হবে।

এ জাতীয় আরো সংবাদ

নামাজে সুতরা ব্যবহারের নিয়ম

নূর নিউজ

হজ কবুলের জন্য আর্থিক স্বচ্ছতা যে কারণে গুরুত্বপূর্ণ

নূর নিউজ

সকাল সন্ধ্যার গুরুত্বপুর্ন দুটি আমল

নূর নিউজ