নিউইয়র্ক-ওয়াশিংটনে ৫ জন গৃহহীনদের গুলি, নিহত ২

নিউইয়র্ক সিটি এবং ওয়াশিংটনে গৃহহীনদের লক্ষ্য করে ধারাবাহিক গুলি চালিয়েছে এক সন্দেহভাজন ব্যক্তি। পুলিশ জানিয়েছে, পাঁচটি গুলির ঘটনায় দু’জন নিহত হয়েছে। এই মাসে নয় দিনের মধ্যে এসব ঘটনা ঘটেছিল।

নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) এবং ওয়াশিংটনের মেট্রোপলিটন পুলিশ বিভাগ (এমপিডি) তদন্তে ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক (এটিএফ) এর সাথে কাজ করছে, সংস্থাগুলি একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের সবাই গৃহহীন। প্রত্যেকটি গুলির ঘটনায় একই পরিস্থিতি এবং বৈশিষ্ট্য পাওয়া গেছে। যৌথ গোয়েন্দা রিপোর্টে একই তথ্য এসেছে।

এমপিডি এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম গুলির ঘটনা গত ৩ মার্চ ভোর চারটার দিকে নিউইয়র্ক অ্যাভিনিউয়ের উত্তর-পূর্বে ঘটেছিল।

অফিসাররা গুলি চালানোর খবর পেয়ে ছুটে যান। সেখানে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। এরপর ৪ মার্চ মধ্যরাতে এইচ স্ট্রিট নর্থইস্টের ১৭০০ ব্লকে গুলির ঘটনা ঘটে।

তারপরে ৯ মার্চ রাত ২:৫৪টার দিকে এমপিডির একজন সদস্য নিউইয়র্ক অ্যাভিনিউ উত্তর-পূর্বের ৪০০ ব্লকে আগুন দেখতে পান। আগুন নিভে যাওয়ার পর একজন ব্যক্তির দেহাবশেষ পাওয়া যায়।

বিবৃতিতে এমপিডি বলেছে যে, ময়নাতদন্তের পর প্রধান চিকিৎসা পরীক্ষক জানিয়েছে যে এসব মৃত্যুর কারণ ছুরিকাঘাত ও গুলি ছিল।

শনিবার এনওয়াইপিডি বলেছে যে, একজন সশস্ত্র সন্দেহভাজন দুইজন গৃহহীন লোকের উপর গুলি চালিয়েছিল। তারা নিউইয়র্ক সিটির রাস্তায় ঘুমাচ্ছিল। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে।

এনওয়াইপিডির ডেপুটি চিফ কমান্ডিং অফিসার হেনরি সাউটনার শনিবার একটি সংবাদ সম্মেলনে বলেন, প্রথম গুলি চালানোর ভিডিওতে দেখা যাচ্ছে কিং স্ট্রিট এবং ভ্যারিকের কোণে গৃহহীন ঘুমাচ্ছেন, তখন একজন অজ্ঞাত সন্দেহভাজন তার কাছে এসে গুলি করে। লোকটা ঘুম থেকে উঠে চিৎকার করে বলে, কি করছো? তখন সে পালিয়ে যায়।

কর্তৃপক্ষ সন্দেহভাজন ব্যক্তির তথ্য দিতে পারলে ৫৫ হাজার ডলার দেয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে এমপিডি ২৫ হাজার ডলার, এনওয়াইপিডি ১০ হাজার ডলার এবং এটিএফ ওয়াশিংটন ফিল্ড ডিভিশন অতিরিক্ত ২০ হাজার ডলার দেবে।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস গুলি চালানোর ঘটনাকে “শীতল” এবং “ভয়াবহ” বলে অভিহিত করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে অনুষ্ঠিত হচ্ছে ইসলামী সংস্কৃতিক সন্ধ্যা ও শিশু কিশোরদের জন্য প্রতিযোগিতা

নূর নিউজ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গু’লি করে হ’ত্যা

নূর নিউজ

যুক্তরাষ্ট্রে ২৪.৭৩ সেকেন্ডে ১০০ মিটার দৌড়াল রোবট, নাম উঠল গিনেসে

নূর নিউজ