নিউইয়র্কে আন-নূর কালচারাল সেন্টারে নবীজিকে নিয়ে ক্যালিগ্রাফি প্রদর্শনী ও প্রতিযোগীতা অনুষ্ঠিত

নিউ ইয়র্কের আন-নূর কালচারাল সেন্টারের শিক্ষার্থীরা সিরাত বিষয়ক নানা ধরনের ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন ডিজাইন ও নানা রংয়ের প্রায় অর্ধশতাধিক চিত্রাংকন করেছে। ছোট শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠানে শিশুরা মনের মাধুরী মিশিয়ে ও নবীর প্রেম বুকে ধারণ করে মসজিদে নববী, কাবা শরীফ, বাইতুল মুকাদ্দাস ও সিরাত বিষয়ক ছবি এঁকেছে।

গত ২৪ ডিসেম্বর শুক্রবারে আন-নূর কালচারাল সেন্টারের হলরুমে তাদের এসব ক্যালিগ্রাফি প্রদর্শন করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে।

মুফতি মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে ও মুফতি মুহাম্মদ ইসমাইলের পরিচালনায় “আন নূর সিরাহ ক্যালিগ্রাফি এক্সিবিশন এন্ড পেইন্টিং কম্পিটিশন” অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও ক্যালিগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠানে শুভাকাঙ্ক্ষীদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গিফট বক্স তুলে দেওয়া হয়।

আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের পেন্টিং দেখে তাদের উৎসাহিত করেছেন। আধুনিক শিল্পকলার মাধ্যমে ধর্মের প্রচার প্রসার সম্ভব বলে মনে করেন তারা।

এ জাতীয় আরো সংবাদ

সাভারে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ

আনসারুল হক

ওয়াল স্ট্রিটের ১৬ প্রতিষ্ঠানকে ১৮০ কোটি ডলার জরিমানা

নূর নিউজ

শিক্ষা মন্ত্রীর সাথে হেফাজত ইসলামের নেতৃবৃন্দের সাক্ষাৎ

নূর নিউজ