নিউইয়র্কের বাফেলো হত্যাকাণ্ড: গ্রেফতার পেইটনকে ফার্স্ট ডিগ্রি মার্ডারে অভিযুক্ত

নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে ১০ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন পেইটন জেনড্রনের বিরুদ্ধে অভিযোগ আনার পক্ষে ভোট দিয়েছেন এইরি কাউন্টির গ্র্যান্ড জুরি।
স্থানীয় সময় (বৃহস্পতিবার) জেনড্রনকে আদালতে হাজির করা হয়। এরইমধ্যে তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়েছে।

এদিকে এ হামলা বিদ্বেষমূলক অপরাধ ও সন্ত্রাসবাদ কিনা তা নিয়েও তদন্ত চলছে। হামলার আগে জেনড্রন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ক পোস্ট করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গত ১৪ মে শনিবার বিকেলে বাফেলোর একটি শপিং মলে বন্দুকধারী শক্তিশালী একটি রাইফেল নিয়ে সুপার মার্কেটে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। অন্তত ১০জন নিহত হন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারীর পরনে সামরিক ধাঁচের পোশাক এবং বর্ম ছিল।হামলার কারণ এখনো জানা যায়নি। সিসিটিভি ক্যামেরার ছবি দেখে পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, হামলাকারী মাথায় হেলমেট পড়া ছিলো।

এই বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানাবে নিউইয়র্ক পুলিশ। এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হুচুল।

বন্দুক হামলা চালিয়ে ১০ কৃষ্ণাঙ্গকে হত্যা ও ৩ জনকে আহত করার ঘটনায় সন্দেহভাজন হিসেবে পেইটন জেনড্রনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার পরপরই আদালতে হাজির করে আনুষ্ঠানিকভাবে হত্যার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। পুরো সময় নীরব ছিলেন সন্দেহভাজন। এ সময় অনেকেই আদালতের বাইরে অবস্থান নিয়ে ওই ঘটনার বিরুদ্ধে নিন্দা ও ক্ষোভ জানান।

এদিকে গতকাল শুনানি শুরুর কিছু পরেই তা স্থগিত করা হয়। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় ৯ই জুন। তদন্ত কর্মকর্তারা বলছেন, হামলার দিন ৩ ঘণ্টা গাড়ি চালিয়ে বাফেলোর টপস নামক ওই শপিং মলে যান জেনড্রন। এ ঘটনাকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদ ও বর্ণবাদী বিদ্বেষ হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট বাইডেন একে দেশীয় সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছেন।

তবে এ ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন সন্দেহভাজন। আদালতে এ ব্যাপারে আবেদন জানিয়েছেন তার আইনজীবী।

এ জাতীয় আরো সংবাদ

যেসব গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

নূর নিউজ

হারিকেন ইয়ানে লণ্ডভণ্ড ফ্লোরিডা

নূর নিউজ

কানাডা-ভারত দ্বন্দ্ব নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল যুক্তরাষ্ট্র

নূর নিউজ