নিউইয়র্কে আল্লামা আহমদ শফীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবু তাহের, নিউইয়র্ক প্রতিনিধি: নিউইয়র্কে হেফাজতের আমীর আল্লামা শাহ আহমদ শফীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুর দুইটায় আমেরিকার ইউনাইটেড ইমাম-উলামা কাউন্সিলের উদ্যোগে নিউইয়র্কের বায়তুল হামদ ইনস্টিটিউটে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শায়খ মুফতি জামাল উদ্দীন সাহেব।

মাহফিলে আমেরিকার প্রবীণ কয়েকজন আলেমসহ প্রায় ৩০জন অতিথি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে আল্লামা শফী রহ.-এর কয়েকজন খলিফা ও ছাত্র ছিলেন।

উপস্থিত উলামায়ে কেরামের মধ্যে ছিলেন জামিয়া দারুল উলূম নিউইয়র্কের মুহতামিম মাওলানা ইয়ামিন, দারুল উলুম নিউইয়র্কের শায়খুল হাদিস মাওলানা আবদুর রহীম, ইউনাইটেড ইমাম-উলামা কাউন্সিলের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম রেফাঈ, আন-নূর কালচারাল সেন্টার নিউইয়র্কের প্রিন্সিপাল মুফতী মুহাম্মদ ইসমাঈল, মাওলানা মাহমুদুল ইসলাম,মাওলানা আনাস জামাল উদ্দিন, মুফতি আব্দুস সামাদ, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আমীর আল জামালি, মাওলানা আবদুল্লাহ কামাল, মুফতি আব্দুস সালাম, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা রেজাউল কাদের, মাওলানা শোয়াইব, মাওলানা এনাম, মাওলানা জাহিদসহ আরো অনেকে।

মাহফিল শেষে এক বৈঠকে প্রতি মাসে আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর খলিফাগণ ও উলামায়ে কেরামের সমন্বয়ে একটি করে ইসলাহী মজলিস আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ জাতীয় আরো সংবাদ

আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের সমাপ্তি ৩১ আগস্ট : জাে বাইডেন

আনসারুল হক

নিউইয়র্কে আন-নূর কালচারাল সেন্টারে নবীজিকে নিয়ে ক্যালিগ্রাফি প্রদর্শনী ও প্রতিযোগীতা অনুষ্ঠিত

নূর নিউজ

আমেরিকা ২০ বছরেও আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারেনি

নূর নিউজ