নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হার খোঁজ মিলেছে

নূর নিউজ: রংপুর থেকে ঢাকায় আসার পথে নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে খুঁজে পাওয়া গেছে। ত্ব-হার স্ত্রীর বড় ভাই মো. আবু হানিফ আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু হানিফ বলেন, ‘নিখোঁজ আবু ত্ব-হা মোহাম্মদ আদনাকে পাওয়া গেছে। ১০ মিনিট আগে আমি বিষয়টি জানতে পেরেছি। তিনি তার রংপুরের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।’ তবে নিখোঁজের ৮ দিন পর ইসলামি বক্তা ত্ব-হাকে কখন, কোথায়, কীভাবে পাওয়া গেল- এ ব্যাপারে কিছুই জানাতে পারেননি তিনি।

রংপুর মেট্রোপলিট্রন পুলিশের ক্রাইম বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আবু মারুফ হোসেন দৈনিক আমাদের সময়কে বলেন, ‘ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান রংপুরের বাসায় ফিরে এসেছেন। তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়েছি।’

আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ চারজন গত ১০ জুন রংপুর থেকে ঢাকার আসার পথে নিখোঁজ হন। এ ব্যাপারে গত বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী সাবিকুন্নাহার। স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আকুতি জানান তিনি।

নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হার খোঁজ মিলেছে। ছবি : সংগৃহীত

সংবাদ সম্মেলনে নিখোঁজ হওয়ার আগের ঘটনার বর্ণনা দিয়ে ত্ব-হার স্ত্রী সাবিকুন্নাহার বলেন, ‌‘ঘটনার দিন বিকেল ৩টার দিকে বগুড়ার একটি প্রোগ্রামের উদ্দেশে রওনা হন ত্ব-হা, তার দুই সহযোগী ও প্রাইভেটকারচালক আমির। উদ্দেশ্য ছিল প্রোগ্রাম শেষে তিনি ঢাকায় আমার কাছে আসবেন। বিকেল ৪টার দিকে আমি তাকে ফোন করলে ত্ব-হা বলেন, প্রাইভেটকারের পেছনে দুটি বাইক ফলো করছে। আমার জন্য দোয়া করো, আমি যেন ঠিকভাবে বাসায় পৌঁছাতে পারি।’

তিনি আরও বলেন, ‘এরপর ২০ থেকে ২৪ মিনিট পর তিনি নিজেই আমাকে ফোন করে বলেন বাইক দুটি আর দেখা যাচ্ছে না। ওইদিন রাত ৩টার দিকে তার নম্বরে ফোন করি। কিন্তু তখন থেকেই তার মোবাইল বন্ধ পাই। এরপর প্রাইভেটকারচালক আমিরের নম্বরে ফোন করি। তার মোবাইলও বন্ধ পাই। তখন আমার সন্দেহ হয়। এভাবে অপেক্ষা করতে করতে ভোর ৫টা বেজে যায়।’

সংবাদ সম্মেলনে ত্ব-হার স্ত্রী বলেন, ‘তিনি (ত্ব-হা) জিও পলিটিক্স নিয়ে কথা বলতেন। এর আগে কখনো এ ধরনের কোনো ঘটনা ঘটেনি কিংবা কখনো বলেনওনি। তবে তিনি মজসিদে খুতবা বা লেকচারের কারণে মাঝে মাঝে কিছু ঝামেলার সম্মুখীন হতেন বলে আমাকে বলতেন। এ বিষয়গুলো তিনি তার লেকচারেও তুলে ধরেছেন।’

এ জাতীয় আরো সংবাদ

জ্বালানি তেলে লিটার প্রতি ৫ টাকা কমানো জনগণের সাথে তামাশা

নূর নিউজ

যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

নূর নিউজ

কোন দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই: ওবায়দুল কাদের

নূর নিউজ