‘নির্বাচন ঘিরে ইসলামপন্থীদের এক করার চেষ্টা চলছে’

আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরি করতে সব রকমের চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। সোমবার (৩ মার্চ) ভোররাতে দলটির পবিত্র মক্কা মুকাররমা শাখা আয়োজিত সাহরি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে হলে ৪৭, ৭১ এবং ২৪ এর চেতনাকে সমুন্নত করতে হবে। এ চেতনাই হচ্ছে আগামী বাংলাদেশের রাজনৈতিক নতুন বন্দোবস্ত। স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমাদের সামনে সুযোগ এসেছে, আগামীর বাংলাদেশকে নতুন করে গঠন করার।

তিনি নব-গঠিত একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেন, দেশের ছাত্র জনতার অভূতপূর্ব ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদেরকে এগিয়ে দিতে হবে। প্রবীণ রাজনীতিবিদদের তাদের তত্ত্বাবধান করতে হবে। তবে তরুণদেরকেও স্মরণ রাখতে হবে কোনক্রমে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা যাবে না। দলগত বিভেদ মতপার্থক্য থাকতে পারে, তা কখনো যেন পতিত স্বৈরাচারের পুনর্বাসনের পথ তৈরি না করে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সংগঠনের মক্কা মুকাররমা শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হারুনের সভাপতিত্বে মাহফিলে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আলী আজম, মাওলানা ওলি উল্লাহ শাওকী, জয়নাল আহমদ, জামায়াতে ইসলামী মক্কা মহানগর সভাপতি আহমেদ আব্দুল বাকি, বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ, মাওলানা ইসমাইল হোসাইন, মো. খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

‘রাষ্ট্র পরিচালনায় খোদাভীরু নেতা নিযুক্ত হলে দেশ কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে’

আনসারুল হক

কাতারে ‘সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে’ শীর্ষক স্বাস্থ্যবিষয়ক সেমিনার সম্পন্ন

নূর নিউজ

পর্দা ও দাড়ি-টুপি নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য মেননকে ক্ষমা চাইতে হবে : হেফাজত

নূর নিউজ