নোয়াখালীর ছেলে এখন নিউইয়র্কের পুলিশ সার্জেন্ট

নূর নিউজ: যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক পুলিশ বাহিনীতে সম্মানজনক পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান কবি ও লেখক রাজুব ভৌমিক।

বৃহস্পতিবার (১৮ মার্চ) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে ড. রাজুব ভৌমিক পুলিশ অফিসার থেকে সার্জেন্ট পদে শপথ গ্রহণ করেন।

কুইন্সের পুলিশ একাডেমিতে পুলিশ কমিশনার ডেরমট শে এর উপস্থিতিতে তার এই পদোন্নতি দেয়া হয়। সার্জেন্ট পদে শপথ নেয়ার পর রাজুব ভৌমিক বলেন, একজন বাংলাদেশি হিসেবে এই পদে শপথ নিতে পেরে আমি গর্বিত।

সার্জেন্টের পর নিউইয়র্ক পুলিশের পরের ধাপের পদবি লেফটেনেন্ট, যা সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এর আগে রাজুব ভৌমিক পুলিশ অফিসার হিসেবে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) তে একজন কাউন্টার টেরোরিজম অফিসার হিসেবে আট বছর ধরে কর্মরত ছিলেন।

কবি ও লেখক, অধ্যাপক ড. রাজুব ভৌমিকের জন্ম বাংলাদেশের নোয়াখালী জেলাতে। বর্তমানে তিনি নিউইয়র্কে বসবাস করছেন। ড. রাজুব ভৌমিকের বিভিন্ন ভাষায় প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশটিরও বেশি। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে তার প্রকাশিত তিনটি পাঠ্যপুস্তক নিয়মিত পড়ানো হয়।

এ জাতীয় আরো সংবাদ

কুরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা আমাদের কর্তব্য: মাওলানা কারী আবুল হোসাইন

নূর নিউজ

কাতার ধর্মমন্ত্রণালয়ের কালচারাল সেন্টারের পক্ষ থেকে সম্মাননা পেলেন বাংলাদেশী আলেম ইউসুফ নূর

আলাউদ্দিন

কাতারে ‘ফেমাস ট্রাভেল এন্ড ট্যুরস’-এর যাত্রা শুরু

আনসারুল হক