পদ্মা সেতু হওয়াতে মানুষের উল্লাস বিএনপি-জামায়াতের পছন্দ হচ্ছে না

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু হওয়াতে আজ বাংলাদেশের মানুষ আনন্দ উল্লাস করছে। সরকার কোনো আনন্দ উল্লাস করে নাই। সরকার শুধু উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। কিন্তু এ আনন্দ উল্লাস বিএনপি জামায়াতের পছন্দ হচ্ছে না। তাই তারা আবোল তাবোল বকছে।

শুক্রবার বিকালে ঢাকা-পদ্মা সেতু সড়কের দোলাইরপাড় চত্বরে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে এক আনন্দ র‌্যালি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী মোটরচালক লীগসহ ঢাকা-৪ ও ঢাকা-৫ আসন এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ঢাকা-৪ আসনের জাতীয় পার্টি, জাতীয় যুবসংহতির বিভিন্ন থানা ও ওয়ার্ড জাতীয় পার্টি এ র‌্যালির আয়োজন করে।

ড. হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতু নির্মিত হওয়াতে শনিবার পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। সে জন্য আপনারা আনন্দ র‌্যালির আয়োজন করেছেন। সে জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য আমি এখানে এসেছি।

তিনি বলেন, আপনারা জানেন এই বাংলাদেশে দিনের পর দিন হরতাল অবরোধ ডেকে ড্রাইভারদের ওপর অগ্নিসন্ত্রাস চালিয়েছিল বিএনপি-জামায়াত। বিএনপির নেতৃত্বে ড্রাইভারদের ওপর পেট্রল বোমা নিক্ষেপ করে ঘুমন্ত ড্রাইভারদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। বিএনপি-জামায়াত শত শত ড্রাইভারদেরকে পেট্রল বোমা নিক্ষেপ করে হ’ত্যা করেছে।

এ জাতীয় আরো সংবাদ

‘বাতিল হলো ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্প’

আনসারুল হক

রেলমন্ত্রীর স্ত্রীর কথায় বরখাস্ত করা ঠিক হয়নি: তথ্যমন্ত্রী

নূর নিউজ

বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা চতুর্থ

আনসারুল হক