পাঁচদিনের রিমান্ডে হেফাজত নেতা মাওলানা জুবায়ের আহমদ

নূর নিউজ: হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২০১৩ সালে শাপলা চত্বরে ঘটনায় করা মামলায় এ ‍রিমান্ড দেওয়া হয়।

শনিবার (১৭ এপ্রিল) মাওলানা জুবায়ের আহমদকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ২০১৩ সালে পল্টন থানায় শাপলা চত্বরের ঘটনায় দায়েরকৃত মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ থেকে ডিবি পুলিশের একটি দল মাওলানা জুবায়ের আহমদকে গ্রেফতার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, আগের একটি মামলা ও সম্প্রতি হেফাজতের হরতাল তাণ্ডবে দায়ের হওয়া মামলায় তিনি আসামি।

মাওলানা জুবায়ের আহমদ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতির পাশাপাশি লালবাগ মাদরাসার সিনিয়র শিক্ষক। তিনি মুফতি আমিনীর জামাতা।

এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটির সহসভাপতি ও লালবাগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা জুবায়ের আহমদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সংগঠনটির মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।

সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

এ জাতীয় আরো সংবাদ

বিনামূল্যে সার-বীজ পাবে ২৭ লাখ কৃষক

নূর নিউজ

দুর্নীতি আড়াল করতে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করা হয়েছে

নূর নিউজ

খতমে নবুওয়তের ইজ্জত রক্ষায় এদেশের মুসলমান সদা প্রস্তুত রয়েছে

নূর নিউজ