পাকিস্তানে তেল-গ্যাসের নতুন খনি আবিষ্কার

নূর নিউজ: তেল এবং গ্যাসের নতুন একটি খনি পেয়েছে পাকিস্তান। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে এ খনির সন্ধান পাওয়া গেছে। পাকিস্তান নিজস্ব জ্বালানি চাহিদা পূরণ করার ক্ষেত্রে নিজস্ব খনি থেকে উত্তোলনের পাশাপাশি জ্বালানি আমদানিও করে থাকে।

এদিকে নতুন খনি পাওয়ার খবরে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে তেল ও গ্যাস কোম্পানির শেয়ারের দাম হু হু করে বেড়ে গেছে। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তান স্টক এক্সচেঞ্জে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম ১৫.০৮ রুপি বা শতকরা ৪.০৭ ভাগ বেড়ে গেছে।

প্রতিদিন পাকিস্তানের জন্য ৭০০ কোটি ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। সেখানে দেশটিতে ৪০০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদিত হয়। বাকি গ্যাসের চাহিদা আমাদনির মাধ্যমে পূরণ করতে হয়।

পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, গত অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত ১১ মাসে মোট ৪,০৮৬ কোটি ডলারের পণ্য আমদানি করেছে যার মধ্যে জ্বালানি পণ্য ৯৮০ কোটি ডলারের। সূত্র : পার্সটুডে

এ জাতীয় আরো সংবাদ

সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদির

নূর নিউজ

ফিলিস্তিনি স্কুলগুলোতে ইহুদিদের সন্ত্রাসী হামলা: নিন্দা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

নূর নিউজ

সুইডেনে কুরআন অবমাননায় রাশিয়ার হাত?

নূর নিউজ