পাপুলের আসনে জয় পেলেন নৌকার নুরউদ্দিন নয়ন

লক্ষীপুর সংবাদদাতা:

লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপনির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ঘোষিত ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতীক নিয়ে নুরউদ্দিন চৌধুরী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৬৮ ভোট। নুরউদ্দিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

কুয়েতে মানব ও অর্থ পাচারের দায়ে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় দেশটির আদালত। পাপুল ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় ২২শে ফেব্রুয়ারি আসনটি পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। এরপর নির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।

এ জাতীয় আরো সংবাদ

সৌদি পৌঁছেছেন ১৫৫১৫ হজযাত্রী

নূর নিউজ

পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে পিটার হাস

নূর নিউজ

বাংলাদেশে তৈরি পরিবেশবান্ধব পাট ও হোগলা পাতার পণ্য রফতানি হচ্ছে ইউরোপে

নূর নিউজ