পাবনায় ইমামকে রাজকীয় বিদায় দিয়ে প্রশংসায় ভাসছেন এলাকাবাসী (ছবিঘর)

ইমাম হাফেজ আবু মুসাকে ঘোড়ার গাড়িতে করে দীর্ঘ ৫৩ বছর ইমামতি করার পর এক রাজকীয় বিদায় দেন তার মুসল্লীরা।

May be an image of 5 people, people standing, horse and outdoors

ঘোড়ার গাড়িতে ইমাম সাহেব!


ঘটনাটি ঘটেছে পাবনা জেলার সাথিয়া নামক উপজেলার যশমন্তদুলিয়া নামক গ্রামে। যেখানে হাফেজ আবু মুসা নামে এক ইমাম অত্যান্ত সুনামের সাথে সুদীর্ঘ ৫৩ বছর ইমামতি করেন সেখানে।

বিদায় লগ্নে উপস্থিত তার হাজারখানেক মুসল্লী কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাদের বক্তব্য ছিলো আমরা নামাজ কালাম শিখা সহ সামাজিক যাবতীয় সমস্যাগুলো হুজুর থেকে সমাধান নিতাম।

May be an image of 8 people, people sitting and people standing

হুজুর অনেক ভালো লোক ছিলেন তিনি আমাদের এলাকার জন্য একজন অনুসরণীয় ব্যক্তি হয়ে থাকবেন। কিন্তু হুজুর বার্ধক্যজনিত সমস্যার কারনে আমাদের থেকে আজ বিদায় নিচ্ছেন যা আমরা মেনে নিতে পারছি না!!

May be an image of 4 people

মুসল্লীদের সাথে আলিঙ্গন করছেন ইমাম


তাদের এই বিদায়ী সংবর্ধনা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ব্যপকভাবে প্রশংসীত হয়েছে। আসলে প্রত্যেকটি ইমামের বিদায়ের দৃশ্য এমনই হওয়া উচিৎ।

ঐ এলাকার যুবসমাজ প্রাণঢালা অভিনন্দন জানিয়ে এমন সম্মানজনক বিদায় দিয়েছেন তাদের ইমামকে। অনেক উপহারও দিয়েছে এলাকার লোক জন। অশ্রুসিক্ত দোয়া শেষে তাকে বিদায় জানানো হয়।

এ জাতীয় আরো সংবাদ

সন্ত্রাসীর ছুরিকাঘাতে গুরুতর আহত মুফতী আমিনীর জামাতা মাওলানা জসিম উদ্দীন

আনসারুল হক

জড়িত ব্যক্তি যে ধর্মেরই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

নূর নিউজ

ইসলামে চুরি ও চোরের শাস্তি

নূর নিউজ