পুলিশের হাত থেকে পালাতে উড়ালসেতু থেকে লাফ

প্রায় ৪০ ফুট উচু একটি সেতুর রেলিং টপকে সেতুর একটি স্তম্ভের ওপর দাড়িয়ে এক যুবক ঝাপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

সেতুর নিচে তখন পুলিশ। তাকে দেখে মানুষ ভিড় জমিয়ে দেয়। সেখান থেকে চিৎকার করে যুবককে বার বার বলা হচ্ছিল, ‘ঝাপ দেবেন না, নেমে আসুন।’

সেতুর কিনারায় দাড়িয়ে থাকা যুবক তখন দূরত্ব মেপে নেওয়ার চেষ্টা করেন। আর, পুলিশ তাকে ধরার জন্য নিচে ওত পেতে রয়েছে। কীভাবে পুলিশের হাত থেকে বাচবেন, ঝাপ দেবেন কি দেবেন না, এমন একটা দ্বন্দ্বের মধ্যেই হঠাৎ ঝাপ দিয়ে পড়লেন উলটো দিকের একটি দোকানের ছাদে।

পুলিশও যুবককে ধরার জন্য সেই দোকানের দিকে ছুটল। তারপর দুই পুলিশকে একটি লোহার গেট টপকে ঢুকতে দেখা গেল। তারপরই শেষ ভিডিও। খবর নিউইয়র্ক পোস্টের।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে। ওই যুবকের নাম কেন্ডাল ফ্লয়েড। অভিযোগ—সিটবেল্ট না বেধে এবং ট্রাফিক আইন লঙ্ঘন করে গাড়ি চালাচ্ছিলেন ফ্লয়েড। চোখে পড়তেই তাকে তাড়া করে পুলিশ। কিন্তু, তিনি আত্মসমর্পণ না করে পুলিশের হাত থেকে পালাতে সেতুতে উঠে পড়েন।

সেখান থেকে উলটো দিকের একটি দোকানের ছাদে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে, শেষরক্ষা হয়নি। কিছুক্ষণ পরেই ধরা পড়ে যান তিনি।

পুলিশ জানিয়েছে, ফ্লয়েডের পায়ে আঘাত লেগেছে। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, বেপরোয়া গাড়ি চালানো, দুর্ব্যবহারসহ একাধিক ধারায় মামলা করেছে পুলিশ।

এ জাতীয় আরো সংবাদ

আমেরিকায় আরও ঘনীভূত হচ্ছে মন্দার আশঙ্কা

নূর নিউজ

আতঙ্কের নগরী এখন নিউইয়র্ক, ব্রুকলিনে ময়লার ব্যাগে মস্তকবিহীন নারীর দেহ উদ্ধার

নূর নিউজ

কানাডার ইতিহাসে প্রথম মসজিদ আল-রশিদ মসজিদ যেভাবে প্রতিষ্ঠা হয়

নূর নিউজ