প্রকাশ্যে নৌকায় সিল মারতে বাধা দেয়ায় সাংবাদিককে মারধরের অভিযোগ

ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারতে বাধা দেয়ায় আওয়ামী লীগের সমর্থকরা এক সাংবাদিককে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নে এই ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে নাটোরের ধানাইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একাত্তর টেলিভিশনের সংবাদকর্মী আবু মুসাকে মারধর করা হয়। এ সময় অন্য সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে বাধা দিয়েছেন আওয়ামী লীগের নেতারা।

অভিযোগের বিষয়ে জানতে পেরে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ এবং পুলিশ সুপার লিটন কুমার ঘটনাস্থলে আসেন। এ সময় পুলিশ সুপার বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি, খোঁজ নিচ্ছি। অপরাধ করে থাকলে কাউকে ছাড় দেয়া হবে না। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আর জেলা প্রশাসক বলেন, আমরা বিষয়টি দেখছি।।

এ জাতীয় আরো সংবাদ

“আমরা কারো কাছে ভিক্ষা চাই না, ন্যায্য অধিকার চাই”

নূর নিউজ

সরকারি নিবন্ধনে কেন রাজী নন কওমী মাদরাসার নেতারা?

নূর নিউজ

সিলেবাস কমানোর দাবিতে সড়ক অবরোধ করলো এসএসসি পরীক্ষার্থীরা

আলাউদ্দিন