প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম দিনের বৈঠক বিএনপির

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শনিবার থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, তৃতীয় দফার রাজনৈতিক আলোচনার প্রথমদিন বিএনপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ শুরু হচ্ছে। শনিবার আড়াইটার সময় প্রথম আলাপ শুরু হবে। সেদিন বিএনপি থাকবে। এরপর আরও প্রধান কিছু রাজনৈতিক দল থাকবে।

তিনি আরও বলেন, বিএনপি ছাড়া আরও বেশ কিছু দল সেদিন উপস্থিত থাকবে। আড়াইটা থেকে একটানা মিটিং চলবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে এসব মিটিং এক সপ্তাহের বেশি সময় ধরে চলবে বলেও উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

আল জাজিরার বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত হয়নি: তথ্যমন্ত্রী

আলাউদ্দিন

ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল হেফাজত

আলাউদ্দিন

সিনহা হত্যা মামলা,পঞ্চম দফায় সাক্ষ্যগ্রহণ শুরু

নূর নিউজ