প্রধানমন্ত্রীর সফর ঘিরে আমিরাতে প্রবাসীদের উদ্দীপনা

আমিরাতে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একদিকে যেমন উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, অন্যদিকে প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিরসনে নানান দাবিও তুলে ধরেছেন তারা। প্রবাসীরা মনে করেন, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে তাদের সমস্যাগুলো সমাধানের পথ তৈরি হবে।

আগামী ৭ মার্চ সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় এ সফরে দ্বিপাক্ষিক অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীর কাছে তাদের অনেক সমস্যার কথা তুলে ধরতে চান। প্রধানমন্ত্রী এসব সমস্যা সমাধান করবেন বলে প্রত্যাশা তাদের।

প্রবাসীরা জানান, ইমিগ্রেশনে হয়রানি, বিমানের ভাড়া বৃদ্ধি, প্রবাসীদের লাশ পরিবহনে বিড়ম্বনা, ইনভেস্টমেন্ট বন্ড কেনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, আমিরাতে কর্মসংস্থান ভিসার জটিলতা,দেশে ফেরার পরে প্রবাসীদের নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন প্রধানমন্ত্রী। তাই সরকারপ্রধানের এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন প্রবাসী বাংলাদেশিরা।
আমিরাতে এখনো করোনা প্রাদুর্ভাব থাকায় প্রধানমন্ত্রীর সফরে অনেক অনুষ্ঠান ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে জানায় বাংলাদেশ মিশন।

এ জাতীয় আরো সংবাদ

লকডাউনে মসজিদ-মাদ্রাসা খোলা রাখার আহবান আল্লামা আবদুচ্ছালাম চাটগাঁমীর

আনসারুল হক

বাংলাদেশি গৃহকর্মী হত্যার দায়ে সৌদি গৃহকর্ত্রীর শরিয়া আইনে বিচার

আলাউদ্দিন

বিএনপির রাষ্ট্র মেরামতের প্রস্তাবনাকে স্বাগত; তবে খোদাভীরু নেতৃত্ব ও ইসলাম সমর্থিত নীতি জরুরী

নূর নিউজ