প্রমাণ ছাড়া পাকিস্তানের ওপর দোষ চাপিয়েছে ভারত : আফ্রিদী

কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় মুখ খুলেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। প্রতিবেশী দুই দেশের চলমান উত্তেজনাকর পরিস্থিতির ভেতর দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেন, ‘অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ভারত পাকিস্তানকে দোষারোপ করেছে। কোনো ধরনের প্রমাণ ছাড়া এমন দায় চাপানো গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান নিজেও সন্ত্রাসবাদের শিকার। একদিকে অধিকৃত কাশ্মীরে নিরীহ মানুষের প্রাণহানি, অন্যদিকে পাকিস্তানের অভ্যন্তরে বাড়তে থাকা সন্ত্রাসী হামলা, এই সব কিছুই দুঃখজনক ও উদ্বেগজনক।’

শহীদ আফ্রিদি আরও বলেন, ‘পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কমাতে দ্বিপাক্ষিক কূটনৈতিক সংলাপই একমাত্র সমাধান হতে পারে। যুদ্ধের মাধ্যমে কোনো পক্ষই লাভবান হতে পারবে না।’

তিনি শেষে বলেন, ‘ক্রিকেটকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। খেলাধুলার মাধ্যমে শান্তি ও সম্পর্ক উন্নয়নের সুযোগ সৃষ্টি হতে পারে।’

উল্লেখ্য, সম্প্রতি অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ২৬ জন পর্যটক নিহত ও ১২ জন আহত হয়েছেন।

সূত্র: ডেইলি জং।

এ জাতীয় আরো সংবাদ

মন গললো রাশিয়ার, সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন

নূর নিউজ

রাশিয়া-ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়ল

নূর নিউজ

করোনা: রমজানে মসজিদে নববীতে শিশুদের প্রবেশ করতে দেওয়া হবে না

আলাউদ্দিন