প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোগানকে চরমোনাই পীরের শুভেচ্ছা

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে তৃতীয় বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

অভিনন্দন বার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, তৃতীয় বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি বাংলাদেশের জনগণ ও আমার দলের পক্ষ থেকে

আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মুসলিম উম্মাহ প্রত্যাশার আপনার গতিশীল নেতৃত্ব বিরাজমান মুসলিম বিশ্বের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা

পালন করবে। বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সম্পর্ক উন্নয়নে আপনার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি।

তিনি বলেন, রজব তৈয়ব এরদোগানের নিরন্তর প্রচেষ্টায় ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে তুর্কিকে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির গর্বিত জাতি হয়ে ওঠার দিকে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।

পীর সাহেব চরমোনাই তুরস্কের প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করেন।

এ জাতীয় আরো সংবাদ

সাগরে লঘুচাপ সৃষ্টির শঙ্কা, বাড়তে পারে বৃষ্টি

নূর নিউজ

রাষ্ট্রপতিকে যে আহ্বান জানালেন চরমোনাই পীর

নূর নিউজ

পাকিস্তানের নির্বাচনের প্রশংসা করে যা বললেন সিইসি

নূর নিউজ