ফখরুলের মুক্তি নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

প্রধান বিচারপতির বাসভবনে হামলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির কাল হায়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে, সেই ভুলের খেসারত অনেক দিন দিতে হবে।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

আল্লামা শফীর জানাজা ও দাফন শনিবার হাটহাজারী মাদ্রাসায়

আনসারুল হক

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কেবল কথা নয়, কাজও করছে সরকার: ওবায়দুল কাদের

নূর নিউজ

মেট্রোরেলের প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা

নূর নিউজ