ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসায় বিজয়দিবস উপলক্ষে কুরআন খতম, দোয়া মাহফিল

১৬ ডিসেম্বর মহান বিজয়দিবস উপলক্ষে ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসা ব্রাক্ষণবাড়ীয়ায় বিভিন্ন কর্পামসূচী পালিত হয়েছে।

মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী বীর শহীদদের মাগফেরাত কামনায় কুরআন খতম, বিশেষ দোয়া এবং মাদরাসা মিলনায়তনে ছাত্রদের পতাকা র‍্যালী অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচী গুলোতে ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসা’র পরিচালক মুফতী মোহাম্মদ এনামুল হাসান সহ মাদরাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ অংশগ্রহণ করেন।

পতাকা র‍্যালির পূর্বে ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসার পরিচালক মুফতী মোহাম্মদ এনামুল হাসান বলেন, কোনো জাতির বিজয়, স্বাধীনতা, মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে অপার নেয়ামত। কারণ আল্লাহতায়ালার সাহায্য ছাড়া কোনো জাতি স্বাধীনতা লাভ করতে পারেনা।তাই বিজয়ের দিনে আমাদের সকলকে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা উচিত। তিনি আরও বলেন, পাকিস্তানি হানাদার বহিনীর বিরুদ্ধে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা মাত্র নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধ করে আমাদের জন্য স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ উপহার দিয়ে গেছেন, বিশ্বের দরবারে মাথা উঁচু করে আমরা এখন বলতে পারি যে, আমরা স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশের নাগরিক।

মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী বীর শহীদদের মাগফেরাত কামনা করে এবং বাংলাদেশের কল্যাণ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য মহান রাব্বুল আলামিনের নিকট বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরো সংবাদ

ঢাবির ‘ঘ’ ইউনিটেও মাদরাসা শিক্ষার্থী প্রথম

নূর নিউজ

ছাত্রীকে লাঞ্ছিতের অভিযোগে শিক্ষিকা বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

নূর নিউজ

বন্ধের শঙ্কায় অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়

আনসারুল হক