বগুড়ার গোকুলে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ধর্ষণ মামলায় গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদরের গোকুলে গণধর্ষণ মামলার প্রধান আসামী জাহাঙ্গীর হোসেন (৪৮) কে তিনদিনের রিমান্ডে নিয়েছে সদর থানা পুলিশ।

আজ বুধবার জেলা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ আসামী জাহাঙ্গীর হোসেনকে সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জাহাঙ্গীর গোকুল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আলতাফ আলীর ছেলে। আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের নীতিনির্ধারনী কমিটির নিকট আবেদন জমা দিয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালাচ্ছিলেন তিনি।

গত ২ আগস্ট গোকুল ঈদগাহের পার্শ্ববর্তী একটি ঘরে মহাস্থান গড়ের এক মহিলাকে তিনিসহ আরও কয়েকজন রাতভর গণধর্ষণ করেন।

এ অভিযোগে জাহাঙ্গীর হোসেনকে প্রধান আসামী করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আবুল কালাম আজাদ বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব

আনসারুল হক

পীরজঙ্গী মাদরাসার মুহতামিম মাওলানা ছফিউল্লাহ আর নেই

আনসারুল হক

কাঠগড়ায় তর্কে জড়ালেন ইনু, হাতকড়া খুলে দিল পুলিশ

আনসারুল হক