বরুণার পীর আল্লামা খলিলুর রহমান হামিদীর ইন্তেকাল

সিলেটের শ্রীমঙ্গলের বরুণার পীর, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, বেফাকের সহসভাপতি ও জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম বরুণার মুহতামিম, শায়খুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খলিফায়ে মাদানী শায়খ লুৎফর রহমান বর্ণভীর (রহ:) বড় ছেলে আল্লামা খলিলুর রহমান হামিদী মৌলভীবাজার সদর হাসপাতালে ৮ অক্টোবর দিবাগত রাত পৌনে ২টায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তার ইন্তেকালের খবরে সিলেটসহ সারা দেশের আলেম ওলামা ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। গতকাল বেলা ৩টায় বরুণা মাদরাসায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় দেশবরেণ্য আলেমসহ ভক্তরা অংশ নেন।

নামাজে জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন- সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক, বেফাকের মহাসচিব মুফতি মাওলানা মাহফুজুল হক, বেফাকের মহাপরিচালক মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী, জামেয়া গহরপুরের মুহতামিম মাওলানা মুছলেহউদ্দিন রাজু, জামেয়া রেঙ্গা সিলেটের মুহতামিম মাওলানা মুহিবুল ইসলাম বুরহান, জামেয়া ভার্থখলা সিলেটের প্রিন্সিপাল মাওলানা মজদ্দুদীন আহমদ, শেখবাড়ি মাদরাসার মুহতামিম মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, মৌলভীবাজার ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল বারী ধর্মপুরী, বানিয়াচং ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মাওলানা শাহ নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুনতাসির আলী, অধ্যাপক আব্দুস ছবুর প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

ইউএনও’র মত উপজেলা চেয়ারম্যানদের নিরাপত্তা দেয়ার নির্দেশ!

নূর নিউজ

‘নেক ও এক হওয়ার স্লোগানে’ ৩, ৪, ৫ ফেব্রুয়ারি আল্লামা মাসঊদের ইসলাহী ইজতেমা

নূর নিউজ

মানবাধিকারের কথা বলে স্বার্থ উদ্ধার করতে চায় অনেক দেশ : পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ