মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ সোমবার মালদ্বীপের প্রধান বিচারপতি আহমেদ মুতাসিম আদনানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় প্রধান বিচারপতি বাংলাদেশের উন্নয়নের ব্যাপক প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি পেয়েছে।
এছাড়া দেশের সর্বোচ্চপর্যায়ে ভিজিট ও সাধারণ মানুষের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। হাইকমিশনের পক্ষ হতে মালদ্বীপে আটক ও বিচারাধীন বাংলাদেশিদের বিচার কার্যক্রম দ্রুত সময়ে শেষ করার বিষয়ে অনুরোধ জানানো হয়।
এ সময় হাইকমিশনার বিচারাধীন ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানের জন্য বিশেষ অনুরোধ করেন।
সাক্ষাতকালে মিশনের প্রথম সচিব সোহেল পারভেজ ও সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার ফয়সাল উপস্থিত ছিলেন।