বাইডের সমালোচনায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী

কাবুল বিমানবন্দরে আফগানদের হুড়োহুড়ি পেন্টাগনে বসে অসহায়ভাবে দেখছিলেন মার্কিন সেনা কর্মকর্তারা। তখন সেখানকার পরিস্থিতি ছিল থমথমে। এসময় দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সহযোগীদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে ধীর গতির কারণে তারা বাইডেন প্রসাশনের তীব্র সমালোচনা করেন। খবর এনডিটিভির।

তালেবান আফগানিস্তানের রাজধানীর নিয়ন্ত্রণ নেওয়ার পর সোমবার কাবুল বিমানবন্দরে প্রতিশোধের ভয়ে দেশ ছেড়ে যেতে ইচ্ছুক আফগানরা ভিড় করেন। এসময় বিমানবন্দর এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয়। নিহতও হন বেশ কয়েকজন।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তরে বসে এ পরিস্থিতি অবলোকন করা সেনা সদস্যরা সমালোচনা করেন স্টেট ডিপার্টমেন্টেরও। যে বিভাগের একচ্ছত্র ক্ষমতা রয়েছে সাবেক দোভাষী এবং যুক্তরাষ্ট্রের সহযোগী ও তাদের পরিবারের সদস্যদের ভিসা দেওয়ার।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা বলেন, পরিস্থিতি অত্যন্ত জটিল। এ বিষয়ে ‘আমরা তাদের কয়েকমাস ধরে সতর্ক করে আসছি।’

অপর এক সেনা কর্মকর্তা বলেন, ‘আমি রাগান্বিত নই, আমি হতাশ। এ পরিস্থিতি ভিন্নভাবেও সামলানো যেত।’

পূর্বে ১১ সেপ্টেম্বর আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করার কথা থাকলেও জো বাইডেন পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন। আগস্টের মধ্যেই সব সেনা প্রত্যাহারের ঘোষণা দেন।

এর মধ্যে স্টেট ডিপার্টমেন্ট সে দেশে যুক্তরাষ্ট্রে মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ কাঠামো তৈরিতে সময়ক্ষেপণ করেছে।

অপর এক সেনা কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যম এএফপিকে বলেন, কূটনীতিকরা ভিসা প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করেছিলেন— যদিও বর্তমান পরিস্থিতিতে এ প্রক্রিয়া অনেক দীর্ঘ এবং জটিল।

বাইডেন প্রশাসন আশা করেছিল, যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পরও কাবুলে মার্কিন দূতাবাস খোলা থাকবে এবং আফগান সরকার বেশ কয়েক মাস ক্ষমতা ধরে রাখতে পারবে।

কিন্তু তা হয়নি। ভাবনার চেয়েও দ্রুত সময়ের মধ্যে কাবুলে উপস্থিত হয়েছে তালেবান যোদ্ধারা। দখলে নিয়েছে প্রেসিডেন্ট প্যালেস। দেশ ছেড়ে পালিয়েছেন আশরাফ ঘানি। এখন দেশের দায়িত্ব বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে ২০ বছর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষমতা হারানো তালেবান।

এ জাতীয় আরো সংবাদ

সূর্যোদয়ের ১৩ মিনিট পর আরব আমিরাতে ঈদের জামাত

নূর নিউজ

দ্রুত বাড়ছে ওমিক্রনের সংক্রমণ : ওমরাহ পালনে যেসব দেশের নাগরিকের সৌদি প্রবেশ নিষিদ্ধ

নূর নিউজ

তুরস্কে ১৬০ হাফেজকে সম্মাননা

নূর নিউজ