পুরান ঢাকার বাকরখানি খেয়ে মুগ্ধ নরওয়ের রাষ্ট্রদূত

ঐতিহ্যবাহী খাবারের জন্য পুরান ঢাকা বিখ্যাত। আর পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে বাকরখানি অন্যতম। এবার সেই পুরান ঢাকার বাকরখানি খেয়ে মুগ্ধ হয়েছেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন।

শুধু মুগ্ধই হন নি রাষ্ট্রদূত। বাকরখানি খাওয়ার ছবিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শনিবার ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে ছবি শেয়ার করে তিনি লিখেছেনঃ

এক বছর আগে বাংলাদেশে আসার পর আজ প্রথমবারের মতো পুরান ঢাকায় গেলাম। এই প্রথম বাকরখানির স্বাদ উপভোগ করলাম। আমি আবারো আসবো।

এ জাতীয় আরো সংবাদ

২০ কোটি নাগরিককে টিকা দিয়ে বিশ্বের জন্য উন্মুক্ত করবে যুক্তরাষ্ট্র

আনসারুল হক

প্রবাসী কর্মীদের জন্য শনিবার থেকে বিশেষ ফ্লাইট

আনসারুল হক

গণকমিশনের অর্থের উৎস সন্ধানে দুদকে ১১ আলেমের স্মারকলিপি

নূর নিউজ